রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Scientists say this new invention can cure erectile dysfunction

স্বাস্থ্য | অসাড় পুরুষাঙ্গ প্রাণ ফিরে পাবে! অন্তহীন যৌবন ধরে রাখার যুগান্তকারী যন্ত্র তৈরি করলেন বিজ্ঞানীরা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ মার্চ ২০২৫ ১৩ : ৩৯Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: পুরুষদের আর ‘ইরেকটাইল ডিসফাংশন’ বা লিঙ্গ শিথিলতা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এমনটাই আশা বিজ্ঞানীদের একাংশের। সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞানপত্রিকা ‘নেচার’- এ প্রকাশিত হয়েছে এমন এক গবেষণার কথা যা সমাধান করতে পারে পুরুষদের যৌনাঙ্গ সংক্রান্ত নানাবিধ সমস্যার।

৪ মার্চ ‘নেচার’ পত্রিকার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে, বিজ্ঞানীরা পুরুষাঙ্গের অনুরূপ ‘৩ডি-প্রিন্টেড ইমপ্লান্ট’ তৈরি করতে সক্ষম হয়েছেন। যা ‘ইরেকটাইল ডিসফাংশন’ বা পুরুষাঙ্গের উত্থান সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। 

এই গবেষণার মূল লক্ষ্য ছিল এমন একটি ৩ডি-প্রিন্টেড ইমপ্লান্ট তৈরি করা, যা প্রাকৃতিক লিঙ্গের মতোই কাজ করবে এবং ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহার করা যাবে। গবেষকরা হাইড্রোজেল নামক একটি বিশেষ উপাদান ব্যবহার করে তৈরি করেছেন এমনই এক কৃত্রিম লিঙ্গ। হাইড্রোজেল এমন একটি উপাদান, যা জল শোষণ করতে পারে এবং প্রাকৃতিক টিস্যুর মতো নমনীয়। ৩ডি-প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে এই হাইড্রোজেলকে পুরুষাঙ্গের আকারে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা খরগোশ এবং শূকরের শরীরে এই ৩ডি-প্রিন্টেড লিঙ্গের কিছু অংশ প্রতিস্থাপন করেন। কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যায়, প্রতিস্থাপিত অংশগুলি স্বাভাবিক লিঙ্গের মতোই কাজ করছে এবং পশুগুলি যৌন সঙ্গম ও বংশবৃদ্ধিতে সক্ষম হচ্ছে। গবেষণায় আরও দেখা গিয়েছে, ইমপ্লান্ট করা টিস্যুগুলির মধ্যে এন্ডোথেলিয়াল কোষ জন্মাতে পারে। এই কোষ রক্তনালীগুলির ভেতরের স্তর তৈরি করে এবং রক্ত প্রবাহে সহায়তা করে। ফলে শরীরের স্বাভাবিক অঙ্গের মতোই কাজ করে এই প্রতিস্থাপিত লিঙ্গ। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষের দেহেও ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কোনও দুর্ঘটনা ঘটলে কিংবা লিঙ্গ পক্ষাঘাতে অসাড় হয়ে গেলেও তার চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।


বিজ্ঞানীদের আশা, শুধু যৌনাঙ্গ নয়, ভবিষ্যতে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত করতে পারে এই গবেষণা। তবে, এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মানুষের উপর এর প্রয়োগের জন্য আরও গবেষণা প্রয়োজন।


genital organerectile dysfunctionnew invention Mens Health

নানান খবর

সোশ্যাল মিডিয়া